কাজী আবদুল মালেক
১৯৪২ সালে কুমিল্লা জেলার চুরুলিয়া কাজীবাড়ি (ভাটকেশ্বর) গ্রামে কাজী আবদুল মালেকের জন্ম। তার বাবার নাম কাজী আখতারুজ্জামান। কাজী আবদুল মালেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি. এ. এবং এল. এল. বি. পাস করার পর আইন ব্যবসায় শুরু করেছিলেন। তিনি একজন অভিনেতা, নাট্যকার ও সুদক্ষ ভলিবল খেলােয়াড় ছিলেন। ১৯৭১ সালের ১২ এপ্রিল ৪টায় মেজর বােখারী ১২ জন পাকিস্তানি সৈন্য নিয়ে আক্রমণ করে লােহার সিন্দুকে রক্ষিত ৫২ হাজার টাকাসহ কাজী আবদুল মালেককে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন করে। জানা গেছে, ওইদিনই তিনি মারা যান। কাজী আবদুল মালেকের বিয়ে স্থির হয়েছিল।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা