You dont have javascript enabled! Please enable it! এস, এম, ইসমাইল হােসেন - সংগ্রামের নোটবুক
এস, এম, ইসমাইল হােসেন
খুলনা জেলার দেয়াড়া গ্রামে ১৮৯৪ সালে এস, এম, ইসমাইল হােসেনের জন্ম। তার বাবার নাম শেখ ফয়েজ উদ্দীন। তিনি ১৯১৪ সালে প্রথম বিভাগে এন্ট্রাস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং দৌলতপুর কলেজে ভর্তি হন। ১৯১৬ সালে দৌলতপুর কলেজে এফ. এ. পড়ার সময় ইসমাইল পুলিশ বিভাগে সাব-ইন্সপেক্টর হিসাবে যােগ দেন। ১৯৫৫ পর্যন্ত পুলিশের বিভিন্ন বিভাগের বিভিন্ন পদে চাকরি করে বর্ডার পুলিশের স্পেশাল অফিসার হিসাবে অবসর নেন ইসমাইল হােসেন। এরপর খুলনা জেলার দৌলতপুর ক্রিসেন্ট জুট মিলে সিকিউরিটি অফিসার হিসাবে যােগ দেন তিনি। নিহত হওয়ার সময় পর্যন্ত তিনি ওই পদেই বহাল ছিল। খেলাধুলায় পারদর্শী চৌকস ক্রীড়াবিদ ইসমাইল হােসেন বহু সমাজকল্যাণমূলক কাজের সংগঠক ছিলেন। ১৯৭১ সালের ২৪ এপ্রিল বাগেরহাট শহরের কারাপাড়ায় পাকিস্তান সেনাবাহিনীর একটি দল তাঁর স্ত্রীর ভাইয়ের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ইসমাইল হােসেন বাড়ির বাইরে বারান্দায় বসে ছিলেন। সে সময় আরও চারজন পথচারী ও তার শ্যালক সেখানে ছিলেন। পাকিস্তানি সৈন্যরা সবাইকে উঠানে দাঁড় করিয়ে গুলি করে। গুলির আঘাতে ইসমাইল পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ান। তখন তাকে আবার গুলি করা হয়। ছয়জনই এক সাথে শহীদ হন। সারাদিন লাশ পড়ে থাকার পর সন্ধ্যায় সবাইকে দাফন করা হয়।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা