এ. কে. এম, সিদ্দিক
এ. কে. এম. সিদ্দিকের জন্ম ১৯২৩ সালের ২৩ জানুয়ারি, ঢাকার অদূরে মানিকগঞ্জে। তাঁর বাবার নাম আবদুল লতিফ বিশ্বাস। সিদ্দিক ইতিহাসে বি, এ, অনার্স পাসের পর এল. এল. বি. পাস করেন এবং আইন পেশায় যােগ দেন। ঢাকা হাইকোর্টের আইনজীবী সিদ্দিক ঢাকা বার অ্যাসােসিয়েশনের সেক্রেটারি ছিলেন। পেশাগত জীবনের বাইরে তিনি ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ। সিদ্দিক মওলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের সাথে যুক্ত ছিলেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আলবদর বাহিনী এ. কে. এম. সিদ্দিককে ৩/৪, চণ্ডীচরণ বােস স্ট্রিটের নিজ বাসভবন থেকে ধরে নিয়ে যায়। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে যান।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা