১২ ফেব্রুয়ারী ১৯৭২ঃ মিরপুর ও অবাঙ্গালী পরিস্থিতি
বাংলাদেশ বাহিনীর ঢাকা অঞ্চল প্রধান লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ মিরপুরের বিভিন্ন বিহারী ক্যাম্প পরিদর্শন করেন। নিরাপত্তার জন্য বিহারীরা তাদের আবাস ভবন ছেড়ে ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। এদিকে মিরপুরে নতুন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটায় মিরপুর ১২ নং সেকশন ছাড়া অন্যত্র নতুন তল্লাশি স্থগিত আছে। জহির রায়হানের সাথে থাকা সেনা পুলিশ কর্মকর্তাদের লাশ উদ্ধার হওয়ায় জহির রায়হানের ভাগ্য মোটামুটি নিশ্চিত হওয়ায় তার উদ্ধার অভিযান ও স্থগিত আছে। যুদ্ধবন্দী স্থানান্তর শেষ হওয়ায় ঢাকার ভারতীয় সেনাবাহিনীর কাজ এখন অবাঙ্গালীদের দেখা শুনা। ভারতীয় বাহিনী রেডক্রস ও জাতিসংঘকে সামরিক যান দিয়ে অবাঙ্গালীদের স্থানান্তরে সহায়তা করছে। যুদ্ধবন্দী ও ঢাকার অবাঙ্গালীদের দেখভাল করছেন ব্রিগেডিয়ার হরদেভ সিং ক্লেয়ার। এদিকে মোহাম্মদপুর এবং মিরপুরে বিশাল দুটি ক্যাম্প স্থাপন শুরু হয়েছে। মোহাম্মদপুরে গজনভি রোডে একটি মিরপুর ১১ নম্বরে একটি ক্যাম্প স্থাপন হচ্ছে। ক্যাম্প দুটির নাম রাখা হয়েছে জেনেভা ও কিলো।