৯ ফেব্রুয়ারী ১৯৭২ঃ এক নজরে এদিন
কনফারেন্স লাইনের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেন। শেখ মুজিব প্রতিনিধিদল কে জানান তার দেশে ৭৩ কোটি টাকার রপ্তানি পণ্য মজুত আছে। তিনি তাদের জানান তার দেশের এখন কোন সমুদ্রগামী জাহাজ নেই তাই তিনি বাংলাদেশের পণ্য রপ্তানিতে তাদের সাহায্য কামনা করেন। তিনি তাদের কাছে যুদ্ধকালে বাংলাদেশের দুটি বন্দর ক্ষয়ক্ষতি হওয়ার বিস্তারিত বর্ণনা দেন।
প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে দারিদ্র্য ক্ষুদা আশ্রয়হীনতা রোগ ও নিরপেক্ষতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য জনগনের প্রতি আহবান জানিয়েছেন। তিনি শ্রমিকদের চারটি বিষয়ে শপথ গ্রহনের আহবান জানিয়েছেন।
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী শেখ মুজিবের ঘনিষ্ঠ সহযোগী শামসুর রহমানকে সোভিয়েত ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে।
ভাসানী সন্তোষ থেকে এক বিবৃতিতে দেশের শিল্পকারখানা গুলো চালু রাখার আহবান জানিয়েছেন। তিনি বলেন শিল্প কারখানার প্রশাসকদের ব্যাঙ্ক থেকে ঋণ নেয়ার ক্ষমতা নেই তাই কাচামাল কেনার জন্য শিল্প কারখানা গুলোর প্রশাসকদের টাকা দেয়ার আহবান জানিয়েছেন।
সাপ্তাহিক হক কথা নামে একটি পত্রিকা প্রকাশিত হতে যাচ্ছে। ভাসানী এর সম্পাদক হয়েছেন।
ভাসানীকে টাঙ্গাইল থেকে এনে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাসানী ন্যাপের কেন্দ্রীয় কমিটিতে ৮ জনকে নিয়োগ দিয়েছেন।
দুদিনে ভারতীয় সেনা বাহিনীর ৮০০০ সদস্যকে ভারতে ফিরিয়ে নেয়া হয়েছে। এদের কুমিল্লা যশোর ও দিনাজপুর থেকে প্রত্যাহার করা হয়। যুদ্ধের সময় মোট ৮০০০০ ভারতীয় সৈন্য বাংলাদেশে প্রবেশ করেছিল ১৬ ডিসেম্বর থেকেই প্রত্যাহার শুরু করার পর ১৫ জানুয়ারী পর্যন্ত যার ৪৫০০০ সৈন্য প্রত্যাহার হয়েছিল। বাংলাদেশে এখন ভারতীয় সৈন্য ৩৭০০০।
নুরুল আমীন সহ শীর্ষ ১৫ দালালের প্রতি আদালতের সমন।
নিউজিল্যান্ডের বিরোধী দলীয় নেতা নরমান কার্ক বাংলাদেশ সফরে এসেছেন। বাংলাদেশ পুনর্গঠনে বাংলাদেশকে সাহায্য করার জন্য কমনওয়েলথ রাষ্ট্রগুলোকে আহবান জানান।
ন্যাপ মোজাফফর কেন্দ্রীয় কমিটির ৩ দিনের বৈঠক শেষে দেশে গনতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতি অনুসরণে সরকারকে সকল প্রকার সমর্থন দিয়ে যাবে।
কম্যুনিস্ট পার্টি সভাপতি চট্টগ্রামে দলীয় কার্যালয় উদ্বোধন কালে বলেছেন শোষণহীন সমাজ ব্যাবস্থা কায়েমে তার দল সরকারকে সমর্থন দিয়ে যাবে।