You dont have javascript enabled! Please enable it! ৮ ফেব্রুয়ারী ১৯৭২ঃ একনজরে এদিন - সংগ্রামের নোটবুক

৮ ফেব্রুয়ারী ১৯৭২ঃ একনজরে এদিন

রেলওয়ের পূর্বাঞ্চলীয় প্রধান আলী ইউসুফকে গ্রেফতার করা হয়েছে। আলী ইউসুফ ও আরও ২৯ জন অবাঙ্গালী রেলওয়ে কর্মকর্তা টিক্কা খানের কাছে ২৯ মে লেখা এক চিঠিতে শেখ মুজিবকে গুলি করে হত্যার দাবী জানিয়েছিলেন এবং পূর্ব পাকিস্তানে বাংলার পরিবর্তে উর্দু ভাষা চালুর আবেদন করেছিলেন।
প্রেসিডেন্ট আবু সাইদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। পরে তিনি টিএসসিতে ডাকসু আয়োজিত শোকসভায় বক্তৃতা দেন।
খাদ্যমন্ত্রী ফণী ভূষণ মজুমদার মাদারীপুরে এক জনসভায় বলেছেন সরকার বার্মা থেকে ১০ লাখ টন খাদ্য আমদানি করবে। এ উদ্দেশে একটি সরকারী প্রতিনিধিদল শীঘ্রই বার্মা সফর করবে।
দালাল সবুর খানের কয়েক কোটি টাকা মূল্য এর সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করেছে।
বুদ্ধিজীবী সিরাজউদ্দিন হোসেনের হত্যাকারী বদর বাহিনীর কমান্ডার ইসরাফিল খান ও তার পুত্র খলিল ধরা পড়েছে।
চট্টগ্রামে বুদ্ধিজীবীদের এক সমাবেশ এবং লালদীঘির সমাবেশে সিপিবি প্রধান মনি সিংহ ভাষণ দিয়েছেন
মওলানা ভাসানী অসুস্থ। সরকার পিজি হাসপাতালে তার চিকিৎসার বিশেষ ব্যাবস্থা করেছে।
ঢাকা এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় আজ খুলেছে।