৭ ফেব্রুয়ারী ১৯৭২ঃ এক নজরে এদিন
প্রেসিডেন্ট আবু সাইদ চৌধুরী টাঙ্গাইলে এক জনসভায় ভাষণ দেন। পরে তিনি তার নিজ বাড়ী নাগগ্রাম যান। সকালে তিনি টাঙ্গাইল ও মির্জাপুর কুমুদিনী হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার খোজ খবর নেন। তিনি কালিহাতিতে এক জনসভায় ভাষণ প্রদান করেন। জনসভা গুলোতে তিনি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন।
সন্তোষ থেকে এক বিবৃতিতে মওলানা ভাসানী মুক্তিযুদ্ধে যারা বাস্তহারা হয়েছেন তাদের পুনর্বাসনের আহবান জানিয়েছেন। তাদের পর্যাপ্ত রিলিফ এবং সাহায্য দেয়ারও আহবান জানান।
প্রেসিডেন্ট আবু সাঈদ চৌধুরী সন্তোষে মওলানা ভাসানীর সাথে দেখা করেছেন।
সশস্র বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যারা কাকরাইলের সশস্র বাহিনী বোর্ড এবং আজিমপুরের পলাশী ব্যারাকের রিক্রুটিং সেন্টারে নাম নিবন্ধন করেছেন তাদের সেন্ট্রাল অর্ডনেন্স ডিপো ক্যান্টনমেন্ট এ ১৫ ফেব্রুয়ারী তারিখে হাজির হতে বলা হয়েছে।
বাংলা একাডেমী সপ্তাহব্যাপী একুশের অনুষ্ঠান মালার সময়সূচী ঘোষণা করেছে। অনুষ্ঠান শুরু হবে ১৫ ফেব্রুয়ারী। ২০ তারিখ হবে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের আলোচনা সভা।
লন্ডনে ইস্টার্ন মারকেন্তাইল ব্যাঙ্কের শাখা খোলা হয়েছে।
ছায়ানট শহীদ মিনারে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর বলেছেন দেশে বৃহৎ পুঁজিপতি সৃষ্টি হতে দেয়া হবে না।
সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী কামারুজ্জামান টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেছেন।
ন্যাপ মোজাফফর এর তিন দিন ব্যাপী কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা শেষ হয়েছে।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী শামসুল হক ধামরাইয়ের কসুরায় এক সমাবেশে বলেন ধর্ম যার যার ব্যাক্তিগত ব্যাপার ধর্মকে রাজনীতিতে টেনে আনা ঠিক নয়। তিনি বলেন অতীতে ধর্মের নামেই বাংলাদেশকে শোষণ করা হয়েছে। তিনি এলাকার ঐতিহ্যবাহী কুটির শিল্প পুনরিজ্জিবিত করার আহবান জানান।
বাংলাদেশ এবং সোভিয়েত ইউনিয়ন ১০ কোটি টাকার পণ্য বিনিময় করবে। এ ব্যাপারে সোভিয়েত বাণিজ্য প্রতিনিধি দলের সাথে বাণিজ্য মন্ত্রী এম আর সিদ্দিকি আলোচনা চূড়ান্ত করেছেন।