৭ ফেব্রুয়ারী ১৯৭২ঃ সিপিবি ও ছাত্র ইউনিয়ন
ঢাকার শিবরামপুর বাজারে কৃষক সমিতির দলের ভাইস প্রেসিডেন্ট জিতেন ঘোষের সভাপতিত্ব এ প্রতিনিধিত্ব মুলক এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১৪ জেলার প্রতিনিধি অংশ গ্রহন করেন। ২য় দিনে সিপিবি নেতা মনি সিংহ, আব্দুস সালাম, খোকা রায়, জ্ঞান চক্রবর্তী, হাতেম আলী আলোচনায় অংশ গ্রহন করেন। ২য় দিনে খারার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সিপিবি সভাপতি মনি সিংহ বক্তব্য প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার প্রাক্কালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শহীদদের স্মরনে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে কাঠের তৈরি ভাস্কর্য স্থাপন করে।