You dont have javascript enabled! Please enable it! ৭ ফেব্রুয়ারী ১৯৭২ঃ ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি - সংগ্রামের নোটবুক

৭ ফেব্রুয়ারী ১৯৭২ঃ ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি

ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। যার অনেক ঘটনাই পত্রিকায় আসছে না। গত দিন পুলিশ বেশ কয়েকজন গাড়ী চোর আটক করেছে। কাকরাইলে বোমা বিস্ফোরণে ৮-৯ জন আহত হয়েছে। বনগ্রাম রোড থেকে স্টেনগান এস এল আর সহ একজন দুর্বৃত্ত আটক করেছে পুলিশ। রাজধানীর কাছে কাপাসিয়া থানায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড ছোড়া হয়। বেইলি রোডে পুলিশ একটি গাড়ী ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায় গাড়ীতে পাওয়া যায় গুলী ভর্তি কয়েকটি হাল্কা মেশিনগান, ৭ বাক্স ৩০৩ রাইফেলের গুলি ১৫টি হাতবোমা। মঙ্গলবার রাতে কলাবাগানের এক আস্তানা থেকে পুলিশ দুটি ৩০৩ রাইফেল, পিস্তল, স্টেনগান উদ্ধার করে। মুনশিগঞ্জের রেকাবী বাজারে দুজন মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে। সেখানে ৭ জন গুরুতর আহত হয়েছে। বুধবার রাতে চিত্রালি সম্পাদক আহমেদ জামানের বাসা লুট হয়েছে। বৃহস্পতিবার একদল দুর্বৃত্ত কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে প্রবেশ করে আক্রমন করে কতক কর্মকর্তাকে আহত করে। মোহাম্মদপুর ফিজিক্যাল ইন্সটিটিউটের সামনে গৃহস্থালি আসবাব পত্র বাহী ট্রাক লুট হয় যা পরে পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। কাকরাইলে কর্মসংস্থান অফিসের সহকারী ম্যানেজারকে একদল সশস্র যুবক অপহরন করে নিয়ে যায়। এর আগে ২ তারিখে এ অফিসের সামনে বেকার যুবকদের বিক্ষোভ মিছিল করতে দেখা গিয়েছিল।