You dont have javascript enabled! Please enable it! ৫ ফেব্রুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবুর রহমানের এদিনের কর্মসূচী - সংগ্রামের নোটবুক

৫ ফেব্রুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবুর রহমানের এদিনের কর্মসূচী

বাংলাদেশ বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট খলিলুর রহমান শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করে তাকে তার বাসা থেকে লুট হওয়া একটি ফটো এ্যালবাম ফেরত দেন। তিনি ১৯ ডিসেম্বরের কোন এক সময়ে বিমানবন্দরে এ্যালবামটি পেয়েছিলেন।
কলকাতা যাবার আগে শেখ মুজিবুর রহমান মন্ত্রীসভার সদস্যদের সাথে ঘরোয়া বৈঠকে মিলিত হন।
সিন্ধিয়া ষ্টীম নেভিগেশন কোম্পানির পক্ষে দেবী প্রসাদ শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করে তাকে একটি উপহার প্রদান করেন। বাংলাদেশের সমুদ্রগামী জাহাজের চাহিদা পূরণ করে যাচ্ছে এ কোম্পানি।
শেখ মুজিবুর রহমান পুরাতন ঢাকা পরিদর্শনে যান।
শেখ মুজিবুর রহমানের কলকাতা সফর সূচী চূড়ান্ত হয়েছে। কর্মসূচীতে আছে সকাল ১০ টায় কলকাতা উপস্থিতি। রাজভবনের উদ্দেশে হেলিকপ্টার যোগে মোহনবাগান ক্লাব মাঠে উপস্থিতি। সড়ক পথে দেশ বন্ধু চিত্তরঞ্জন দাস এবং নেতাজীর ভাস্কর্যে শ্রদ্ধা জ্ঞাপন। রাজভবনে প্রথম দফা আলোচনা। রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজে অংশ নেয়া। ব্রিগেড ময়দানে সভায় অংশগ্রহন। সন্ধ্যায় ২য় দফা আলোচনা। রাতে রাষ্ট্রীয় ভোজ। রাতে সুচিত্রা মিত্রের পরিকল্পনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্গদা নাটক দেখবেন। পরদিন সকালে ৩য় দফা আলোচনা। কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠানে যোগ দেবেন।
প্যারেড গ্রাউনড এর ভাষণের ভিটিআর বিমানবাহিনীর বিশেষ বিমানযোগে ঢাকা এনে বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে।