You dont have javascript enabled! Please enable it! ৫ ফেব্রুয়ারী ১৯৭২ঃ ন্যাপ (মোজাফফর)কেন্দ্রীয় কমিটির বৈঠকে আলতাফ হোসেন - সংগ্রামের নোটবুক

৫ ফেব্রুয়ারী ১৯৭২ঃ ন্যাপ (মোজাফফর)কেন্দ্রীয় কমিটির বৈঠকে আলতাফ হোসেন

৩ দিন ব্যাপী ন্যাপ (মোজাফফর)এর কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভার প্রথম দিনের অধিবেশন অনুষ্ঠিত হয়। সভায় দলের সাধারন সম্পাদক আলতাফ হোসেন বলেন দেশের ভবিষ্যৎ শাসনতন্ত্রে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল দলের মতামতের প্রতিফলন থাকতে হবে। দেশের জাতীয় পুনর্গঠনে সরকারের সকল কাজে দলের সহযোগিতার আশ্বাস দেয়া হয়। তিনি গ্রামীণ অর্থনীতি পুনর্গঠনে জোর তাগিদ দেন। তিনি বলেন আন্তজার্তিক ষড়যন্ত্রের শেষ এখনও হয়নি। তিনি জনগণকে মার্কিন ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকার আহবান জানান। তিনি বাংলাদেশ বিরোধী ভুমিকার জন্য চীনের সমালোচনা করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয় সমর্থনের জন্য তিনি সোভিয়েত ইউনিয়ন এবং পোল্যান্ডের ভুমিকার প্রশংসা করেন।