৪ ফেব্রুয়ারী ১৯৭২ঃ এক নজরে এদিন
শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে এক জনসভায় বলেন আমাদের সরকার বিপ্লবী সরকার এবং এ সরকারের লক্ষ্য হল আইনের শাসন প্রতিষ্ঠা করা। তিনি বলেন গনতন্ত্র সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার কোন সমালোচনা সহ্য করা হবে না।
সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী এএইচএম কামারুজ্জামান বলেছে দেশে খাদ্য ঘাটতি ২৫ লাখ মেট্রিক টন। তিনি এদিন নারায়ণগঞ্জে জাতিসংঘের খাদ্যবাহী দুটি নৌযান গ্রহন কালে এ কথা বলেন। নৌযান দুটির প্রত্যেকটির ধারন ক্ষমতা ২৬০০ টন।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ সিলেট মেডিক্যাল কলেজে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেখতে যান। পশ্চিম জার্মান কন্সাল জেনারেল আজ পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের সাথে দেখা করে সে দেশের স্বীকৃতিপত্র হস্তান্তর করেন।
রমনা পার্কের উত্তরে প্রেসিডেন্ট হাউজের কাছাকাছি এলাকায় একটি গনকবর আবিস্কার হয়েছে।
২ নং সেক্টর কমান্ডার মেজর হায়দার নারায়ণগঞ্জে তার অধিনস্ত গেরিলা ইউনিট গুলি পরিদর্শন করছেন। নারায়ণগঞ্জে মুক্তিবাহিনী পল্লী উন্নয়ন মন্ত্রী শামশুল হকের কাছে অস্র সমর্পণ করেছেন।
স্বীকৃতি প্রদানের সাথে সাথেই ব্রিটেন ঢাকায় দুতাবাস খুলেছে ডেপুটি হাই কমিশনার ব্রাইটনের পরিবর্তে নতুন হাই কমিশনার হিসেবে যোগ দিয়েছেন ডেভিডসন। তিনি রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন।
স্বাধীন বাংলাদেশের বিমান সংস্থা আজ চালু হয়েছে। প্রথম ফ্লাইট ঢাকা চট্টগ্রাম।
জহির রায়হানকে উদ্ধার এবং অস্র উদ্ধারের জন্য মিরপুরে তল্লাশি অব্যাহত আছে।
ব্রিটেনের স্বীকৃতির পর লন্ডনে বাংলাদেশ মিশনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত মিশন প্রধান রেজাউল করিম। লন্ডন মিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করায় প্রেসিডেন্ট আবু সাঈদ চৌধুরী মিশন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।
ব্রিটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় বিবিসিতে আজ বাংলাদেশের জাতীয় সঙ্গীত প্রচার করা হয়।
ইন্ডিয়ান এয়ার লাইন্সের আন্নাপুরানা বিমানের একটি ফ্লাইটের মাধ্যমে ঢাকা দিল্লী বিমান সার্ভিস চালু হয়েছে। আজ প্রথম ফ্লাইট ২৩ জন যাত্রী নিয়ে ঢাকা পৌঁছেছে।
সিভিল এভিয়েশন চেয়ারম্যান এস আর মীর্জা বলেছেন বাংলাদেশের সকল বিমানবন্দর বেসামরিক বিমান চলাচল উড্ডয়ন উপযোগী হয়েছে।
ব্রিটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় সে দেশে শীঘ্রই দুতাবাস স্থাপনের ব্যাবস্থা নেয়া হয়েছে। কমনওয়েলথ এর সদস্য পদ নেয়ার ব্যাবস্থা নেয়া হচ্ছে।