You dont have javascript enabled! Please enable it! ৪ ফেব্রুয়ারী ১৯৭২ঃ জহির রায়হানের সন্ধানে মিরপুরে তল্লাশী অব্যাহত - সংগ্রামের নোটবুক

৪ ফেব্রুয়ারী ১৯৭২ঃ জহির রায়হানের সন্ধানে মিরপুরে তল্লাশী অব্যাহত

অস্র উদ্ধার ও নিখোঁজ সেনা কর্মকর্তা ও চলচ্চিত্র ব্যাক্তিত্ত জহির রায়হানের খোজে মিরপুরে তল্লাশী অব্যাহত রয়েছে। আজ তল্লাশীর উল্লেখযোগ্য খবর হচ্ছে মিরপুর থেকে কিছু পলাতক পাক সৈন্য গ্রেফতার হয়েছে। এসকল পাক সৈন্য বিহারী রাজাকারদের নিয়ে ২৯-৩০ তারিখ রাতে মাইন, মর্টার ও স্বয়ংক্রিয় অস্র নিয়ে বাংলাদেশ বাহিনীর উপর ঝাপিয়ে পড়েছিলো। আজ সরকার স্বীকার করেছে ৩০ তারিখের ঘটনায় বাংলাদেশ বাহিনীর পুলিশ ও সেনাবাহিনীর অফিসারসহ আরও অনেকে নিহত হয়েছেন। সরকার বলেছে কতক বাঙালী পরিবার মিরপুর ছাড়ার সময় তাদের উপরও আক্রমন হয় এবং তাদের মধ্যেও অনেকেই হতাহত হয়েছে।