৩ ফেব্রুয়ারী ১৯৭২ঃ এক নজরে এদিন
অর্থমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ স্বেচ্ছাসেবী সংগঠন সেবার এক অনুষ্ঠানে ভাষণ দেন। সংস্থাটি ৭১ সালের মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্য করে থাকে।
সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের জন্য ২৮০০০ টন চাল এবং কয়েকটি বিমান পাঠাচ্ছে। এ ছাড়াও অভ্যন্তরীণ সার্ভিসের জন্য কয়েকটি ছোট বিমান দিবে। বড় আকারের বিমান তারা আগামী বছর দিবে।
ছাত্র ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম নাহিদ মস্কো পৌঁছালে তাকে বিপুল সংবর্ধনা দেয়া হয়।
পশ্চিমবঙ্গ গান্ধীবাদ সমিতির একজন প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ মুজিবের সাথে দেখা করে গান্ধীর লেখা কিছু বই উপহার দেন।
শেখ মুজিবের মুক্তির দাবীতে ১৬ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারী পর্যন্ত অনশনকারী আফতাব উদ্দিন কলকাতা যাচ্ছেন।
ঢাকা স্টেডিয়ামে চ্যারিটি ম্যাচে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ঢাকা স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলা দেখবেন।
পল্লী উন্নয়ন মন্ত্রী শামসুল হুক বলেছেন সরকার অচিরেই মহকুমার পরিবর্তে ৫০টি জেলা করা হবে।
রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী নিখোঁজ জহির রায়হানের কায়েত টুলীর বাস ভবনে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় জহির রায়হানের মা, মিসেস শহিদুল্লাহ কায়সার, মিসেস সুচন্দা রায়হান উপস্থিত ছিলেন।
গতকাল হোটেল পূর্বানীতে বাংলাদেশ বাহিনীর পক্ষে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড অধিনায়ক লেঃ জেঃ অরোরাকে নৈশ ভোজে আপ্যায়িত করা হয়।
জহির রায়হানের সন্ধান এবং অস্র উদ্ধারের অভিযান আজো চলমান আছে।
হায়দ্রাবাদে ইন্দিরা গান্ধী বলেছেন তার দেশ এখনও যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আছে আর এজন্যই জরুরী অবস্থা প্রত্যাহার করা হচ্ছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিন খুলেছে।