৩ ফেব্রুয়ারী ১৯৭২ঃ মধুর ক্যান্টিন চালু হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন চালু হয়েছে। ১ তারিখে বিশ্ববিদ্যালয় খোলার কথা ছিল কিন্তু খুলবে ৮ তারিখ। ক্যান্টিন এখনও জমজমাট হয়নি। জহুরুল হক হলের ছাত্র নেতৃবৃন্দ কয়েকদিনের চেষ্টায় বকেয়া আদায় এবং কিছু পুজির বেবস্থা করে ক্যান্টিন চালুর বেবস্থা করে দিয়েছে। মধুদা এর ১২ বছর বয়সী বড় ছেলে অরুন ক্যান্টিন পরিচালনা করছেন। মধুদার পরিবার কলকাতা থেকে ফিরে সরাসরি জহুরুল হক হলে উঠে পরে তাদের চাচার কাছে হস্তান্তর করা হয়।