প্রসঙ্গ বাসন্তীর জাল পড়া
বেগম পত্রিকায় ১৯৭৪ সালের আগস্টের প্রথম সপ্তাহের সংখ্যায় বাসন্তীর জাল পড়া ছবি পুনঃ প্রকাশ হয়। পত্রিকায় সৌজন্য ইত্তেফাক লিখা আছে। তার মানে ইত্তেফাকে তার কয়েকদিন আগে এটি প্রকাশ হয়েছিল। এ ছবিকে দিয়ে ৭৪ সালের দুর্ভিক্ষের ঘটনার মর্ম প্রকাশ হয়ে থাকে। বাংলাদেশের সকল দৈনিক পত্রিকা এবং সাপ্তাহিক পত্রিকার ভাষ্য মতে ৭৪ এর দুর্ভিক্ষ হয় অক্টোবরের প্রথম সপ্তাহে এবং তা শেষ হয় অক্টোবরের শেষে। বাসন্তীর জাল পড়ার ঘটনা ছিল দুর্ভিক্ষের দুই মাস আগের। এ সময় দেশে দুর্ভিক্ষই ছিল না। আগস্টের শেষ দিক থেকে দুর্ভিক্ষের আভাষ দিচ্ছিল পত্রিকা গুলো। তবে সে দুর্ভিক্ষ সম্ভাবনার কথা বলেছিল মুলত যোগাযোগ ব্যাবস্থা ব্যাহত হওয়ার কারনে। তখনও দেশে খাদ্য সঙ্কট হয়নি।