শেখ মুজিবের নেতৃত্বে আলাদা ছাত্র সংগঠনের দাবীতে গোপালগঞ্জে শোডাউন
২০ আগস্ট ১৯৪৯ তারিখের গোয়েন্দা রিপোর্টে জানা যায় ১০ আগস্ট ১৯৪৯ তারিখে শেখ মুজিবের নেতৃত্বে আলাদা ছাত্র সংগঠনের দাবীতে গোপালগঞ্জের এস এন একাডেমীর প্রায় ১৫০ জন ছাত্র শহর প্রদক্ষিণ করে। উল্লেখ্য, সেখানে তখন ১৪৪ ধারা জারি ছিলো। যেসব ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে,
১। আবু আব্দুল্লাহ, পিতা – মৌলভি জয়নাল আবেদিন, লইয়ার ম্যাজিস্ট্রেট। আবু আব্দুল্লাহ এস এন একাডেমীর দশম শ্রেণীর ছাত্র।
২। আব্দুল মান্নান শেখ, পিতা- আজহারউদ্দীন, বনগ্রাম, গোপালগঞ্জ।
৩। ফজলুর রফিক ওরফে খোকা, পিতা- আব্দুল মজিদ লশকর, গোপালগঞ্জ সিভিল কোর্টের সেরেস্তাদার।
৪। মুকুল মিয়া, এস এন একাডেমীর দশম শ্রেণীর ছাত্র।
ছাত্ররা শেখ মুজিবের নেতৃত্বে আলাদা সংগঠনের দাবী সংবলিত লিফলেটও বিলি করে। [1, p. 251] পরের দিন লিফলেট বিলি করার সময় কয়েকজনকে আটক করা হয়। পরবর্তিতে তাদের ছেড়ে দেয়া হয়। লিফলেটে বলা হয়, সোহরাওয়ার্দীর দল পাকিস্তানের জনগণকে ভুল বোঝাচ্ছে। একারণে শেখ মুজিবের নেতৃত্ব মুসলিম লীগের বাইরে আলাদা সংগঠন করা জরুরী। যারা আটক হয় তারা হলেন,
১। আবু আব্দুল্লাহ, পিতা – মৌলভি জয়নাল আবেদিন, লইয়ার ম্যাজিস্ট্রেট। আবু আব্দুল্লাহ এস এন একাডেমীর দশম শ্রেণীর ছাত্র।
২। এ কে এম মোহাম্মদ আলী বিশ্বাস, আই এ এর ছাত্র, পিতা- আব্দুল মজিদ বিশ্বাস, বর্ণি, গোপালগঞ্জ।
৩। আব্দুল মান্নান শেখ, পিতা- আজহারউদ্দীন, বনগ্রাম, গোপালগঞ্জ।
৪। সাইদুল হক বিশ্বাস ওরফে দুদু মিয়া, পিতা – জহুরুল হক, বর্ণি, গোপালগঞ্জ।
৫। গোলাম আক্কেল, দশম শ্রেণীর ছাত্র, এস এন একাডেমী, গোপালগঞ্জ। [1, pp. 253–254, 263]
Reference:
[1] S. Hasina, Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Vol I 1948-1950. Hakkany Publisher’s, 2018.