২ ফেব্রুয়ারী ১৯৭২ঃ এক নজরে এদিন
প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কলকাতা সফর সূচী চূড়ান্ত। সূচী অনুযায়ী ৬ ফেব্রুয়ারী সকালে দমদম বিমানবন্দরে নেমেই প্রধানমন্ত্রী বিমানবন্দর লাগোয়া সল্টলেক শরণার্থী শিবির পরিদর্শন করবেন।
চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই গতকাল এক বিবৃতিতে কোন মুসলিম দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি দাবী করার পর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে।
মুসলিম লীগ অফিসকে আর্ত মানবতার সেবায় ব্যাবহার করার জন্য (পিজি হাসপাতালকে দেয়ার) ৪ ছাত্রনেতার আহবান।
বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার জন্য মার্কিন সিনেটে চাপ বেড়েছে
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এলেক্স হিউম ভারতে বাংলাদেশ বিষয়ে আলাপ আলোচনা করবেন।
সোভিয়েত ইউনিয়ন থেকে জাতীয় সঙ্গীতের ব্যান্ড মিউজিক রেকর্ড করে আনা হবে।
ভারত সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান জগজিৎ সিং অরোরা প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেছেন। ২২ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে চিকিৎসার জন্য পূর্ব জার্মানী প্রেরন করা হয়েছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টো আবারো বাংলাদেশকে পাকিস্তানের অংশ দাবী করেছেন।
পুনর্বাসন মন্ত্রী এএইচএম কামারুজ্জামান নারায়ণগঞ্জের গোদনাইল দেওভোগে শরণার্থী ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেছেন। মন্ত্রী আজ বলেছেন ভারত থেকে এ পর্যন্ত ৭০ লাখ শরণার্থী দেশে ফিরেছে।
সিলেটে পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ বলেছেন চীনের সাথে বাংলাদেশের কোন বিরোধ নেই।
ফ্রান্সের একটি বাণিজ্য প্রতিনিধিদল যোগাযোগ মন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলীর সাথে বৈঠক করেছেন।
প্রেসিডেন্ট আবু সাইদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষকদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
না খেয়ে ১৬ জন বিহারী মারা গিয়েছে মর্মে বিবিসির ইংরেজি খবরের প্রতিবাদ করেছে বাংলাদেশ।
জহির রায়হানের সন্ধানে মিরপুরে চিরুনি অভিযান চলছে