You dont have javascript enabled! Please enable it!

২ ফেব্রুয়ারী ১৯৭২ঃ জহির রায়হানের সন্ধানে তল্লাশি

চলচ্চিত্র প্রযোজক পরিচালক জহির রায়হান নিখোঁজের ৪র্থ দিনে আজ মিরপুর ৭ নং সেকশনের প্রতিটি বাড়ী তল্লাশি করা হয়। ৩০ তারিখের ঘটনার পর বিহারী রাজাকারেরা কিছু অস্র জমা দিয়েছে এখনও অনেক অস্র রয়ে গেছে তা উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে। এদিন ২৪ জন দালাল সহ বহু অস্র উদ্ধার করা হয়েছে। ৪ তারিখেও অস্র উদ্ধার অভিযান চালানো হবে। এদিকে রায়হানের পরিবারের অনুরোধে ৩০ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারী পর্যন্ত জহির রায়হানের নিখোঁজ সংবাদ পত্রিকায় প্রকাশ হয়নি। ৩ তারিখের পত্রিকায় প্রথম এ সংবাদ ছাপা হয়।