দৈনিক পয়গাম
১লা মার্চ ১৯৬৯
ঢাকায় শেখ মুজিবের মন্তব্য : পশ্চিম পাকিস্তানী জনগণ আমাদের সমস্যাবলী অনুধাবন করিয়াছে
(স্টাফ রিপোর্টার)
আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান গত বুধবার বলেন যে, পশ্চিম পাকিস্তানের জনগণ পূর্ব পাকিস্তানের সমস্যাবলী অনুধাবন করিতে পারিয়াছে এবং পূর্ব পাকিস্তানীদের প্রতি তাহাদের শুভেচ্ছা ও সহানুভূতি রহিয়াছে। রাওয়ালপিণ্ডিতে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে সংক্ষিপ্ত উদ্বোধনী অধিবেশনে যোগদানের পর ঢাকা প্রত্যাবর্তন করিয়া সাংবাদিকদের নিকট শেখ মুজিব উপরোক্ত তথ্য প্রকাশ করেন।
শেখ মুজিব বলেন যে, গোলটেবিল বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠান হৃদ্যয়তাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হইয়াছে।
তিনি বলেন, পশ্চিম পাকিস্তান সফরকালে তথাকার জনগণ আমার প্রতি যে ভালবাসা এবং আন্তরিকতা প্রদর্শন করিয়াছে তাহাতে আমি অভিভূত হইয়াছি। লাহোর ও রাওয়ালপিণ্ডিতে বিরাট জনতা তাঁহাকে সাদর সম্বর্ধনা প্রদান করিয়াছে বলিয়া শেখ মুজিব উল্লেখ করেন।
শেখ মুজিব হাস্যরোলের মধ্যে মন্তব্য করেন, “তথাকথিত বিশ্বাসঘাতক- আজ একজন দেশ প্রেমিক।”
আওয়ামী লীগ প্রধান বলেন যে, পশ্চিম পাকিস্তানের জনগণ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বের প্রশংসা করিয়াছে। রাওয়ালপিণ্ডি হইতে ঢাকা প্রত্যাবর্তন করিলে এক বিরাট ছাত্র-জনতা তেজগাঁও বিমান বন্দরে শেখ মুজিবকে অভ্যর্থনা জানায়।
বিমান বন্দরে তাঁহাকে বিপুলভাবে মাল্যভূষিত করা হয়। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি জনাব তোফায়েল আহমদও বিমান বন্দরে শেখ মুজিবকে অভ্যর্থনা জানান।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯