You dont have javascript enabled! Please enable it! 1970.12.11 | ৬ দফা দাবি ও পূর্ণ স্বায়ত্বশাসনের ভিত্তিতে সরকার পরিচালিত হবে- মুজিবর | দেশের ডাক - সংগ্রামের নোটবুক

আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা
৬ দফা দাবি ও পূর্ণ স্বায়ত্বশাসনের ভিত্তিতে সরকার পরিচালিত হবে- মুজিবর
১২০ দিনের মধ্যে শাসনতন্ত্র রচনার চেষ্টা করা হবে- ভুট্টো

আগরতলা, ১০ ডিসেম্বর-স্বাধীনতার পর প্রথম প্রাপ্তবয়স্ক ভােটের ভিত্তিতে গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের ফলাফল ১টি ব্যতীত সব কয়টিই বেরিয়েছে। যুদ্ধ-বিধ্বস্ত এলাকার ৯টি আসন ছাড়া পূর্ব পাকিস্তানের ১৫৩টি আসনের মধ্যে শেখ মুজিবর রহমানের আওয়ামী লীগ সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তিকে পরাস্ত করে ১৫১টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে।
অপর দুটি আসনের ১টি পেয়েছেন ডেমােক্রেটিক পার্টির নূরুল আমিন ও অপরটি পেয়েছেন একজন নির্দল প্রার্থী। পশ্চিম পাকিস্তানে ভুট্টোর পিপলস পার্টি ১১৯টির মধ্যে পেয়েছেন ৮২টি আসন। একটি আসনের ফল এখনও ঘােষণা করা হয়নি।
গতকাল করাচিতে ভুট্টো উপস্থিত এক জনতাকে বলেন- নির্বাচনের ফলাফল সুস্পষ্ট। জনসাধারণ একটি বৈপ্লবিক পরিবর্তন চায়। আমরা ১২০ দিনের মধ্যে পাকিস্তানের শাসনতন্ত্র রচনার চেষ্টা করব।
ঢাকার এক সাংবাদিক সম্মেলনে শেখ মুজিবর রহমান বলেন, ৬ দফা দাবি ও পূর্ণ বাস্তবায়নের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। দেশের বেকার সমস্যা ও নির্বাচিত মানুষের উন্নতির চেষ্টা করা হবে। আমরা আশা করি পশ্চিম পাকিস্তানের জনসাধারণ পূর্ব পাকিস্তানের জনগণের অবস্থা উপলব্ধি করে তাদের সাথে সহযােগিতা করবেন। আমরাও পশ্চিম পাকিস্তানের জনসাধারণ শােষণ থেকে যাতে মুক্তি পায় তার প্রতি লক্ষ রাখবাে।
পাকিস্তানের নির্বাচনের ফলাফলের উপর সমীক্ষা করতে গিয়ে সি.পি.এম পলিট ব্যুরাে সদস্য কমরেড জ্যোতি বসু বলেন, আমি আশা করি পাকিস্তানে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে এবং ভারতের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠবে।

সূত্র: দেশের ডাক
১১ ডিসেম্বর, ১৯৭০
২৫ অগ্রহায়ণ, ১৩৭৭