You dont have javascript enabled! Please enable it! 1971.05.14 | বরিশাল জেলা শান্তি কমিটি - সংগ্রামের নোটবুক

১৪ মে ১৯৭১ বরিশাল জেলা শান্তি কমিটি

সাবেক এম, এন এ ও কাউন্সিল মুসলিম লীগ নেতা আব্দুর রব (১৯৬২) ও সাবেক এম, এন এ খান চৌধুরী ফজলে রবের (১৯৬৫)নেতৃত্বে বরিশাল জেলা শান্তি কমিটি গঠিত হয়। আব্দুর রব সভাপতি হন।
নোটঃ
আব্দুর রব সেপ্টেম্বরে পদত্যাগ করলে কাউন্সিল মুসলিম লীগ নেতা Abdur Rahman Biswas সভাপতি হন। শেরে বাংলা ফজলুল হকের এলাকা বিধায় এই জেলায় শান্তি কমিটিতে কেএসপি দলের প্রাধান্য ছিল। এই জেলা থেকে কনভেনশন মুসলিম লীগ থেকে মন্ত্রী (আখতার উদ্দিন) হলেও এই কমিটিতে তারা সংখ্যালঘু ছিল। এই কমিটির একটি বৈশিষ্ট্য হইল এখানে মৌলানাও কম। জামাতের সহ সভাপতি মৌলানা আব্দুর রহিমের বাড়ি বরিশাল হলেও এই জেলায় জামাত ছিল সবচে দুর্বল দল।