৩ মে ১৯৭১ পিপিপি তে ভাঙন
১৯৭০ সালের নির্বাচনে লাহোর ৬ আসন থেকে নির্বাচিত পিপিপি দলিয় এমএনএ আহমেদ খান কাসুরি (৩০) দলীয় নীতির প্রশ্নে দলীয় চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্র কে দল ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিস্কার করেন। তিনি নিজে তার গ্রুপের চেয়ারম্যান মনোনীত হন। তিনি তার সাথে বেশীর ভাগ এমএনএ, এমপিএ আছেন বলে দাবী করেন।
নোটঃ পরে তার সাথে ৩৫ জন এমএনএ, এমপিএ ছিলেন। দল বিভাজনের জন্য কাসুরিকে এর চরম মূল্য দিতে হইয়াছিল। ১৯৭৪ সালে এক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে রাস্তায় ট্রাফিক জ্যামে এফএসএফ(ভুট্র এর প্রাইভেট বাহিনী) বাহিনী দ্বারা তার পিতা নির্মম ভাবে নিহত হন। কাসুরি তার পিতার রক্ত বোতলে ভরে সংসদে প্রদর্শন করেন। তিনি জুলফিকার আলী ভুট্র এর বিরুদ্ধে এজাহার করেন। ১৯৭৬ সালে কাসুরি পিপিপি তে ফিরে আসেন। ১৯৭৭ সালে পিপিপি ক্ষমতাচ্যুত হলে এই মামলায় জুলফিকার আলী ভুট্র এর ফাঁসি হয়।