You dont have javascript enabled! Please enable it! 1972.01.29 | ২৯-৩০ জানুয়ারী ১৯৭২ঃ জহির রায়হান নিখোঁজ - সংগ্রামের নোটবুক

২৯-৩০ জানুয়ারী ১৯৭২ঃ জহির রায়হান নিখোঁজ

প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক পরিচালক বেসরকারি বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিটি চেয়ারম্যান জহির রায়হান ২৯ জানুয়ারী থেকে নিখোঁজ রয়েছেন। তিনি অজ্ঞাতসুত্রে খবর পান মিরপুরের এক বাড়ীতে তার ভাই শহিদুল্লাহ কায়সারকে আটক রাখা হয়েছে। সংবাদ পেয়ে তিনি নিজের গাড়ী চালিয়ে সেখানে যান। তার সাথে ছিল তার দুজন চাচাত ভাই বাবলু ও শাহরিয়ার, শ্যালক আব্দুল হক, শহিদুল্লাহ কায়সারের দুই শ্যালক নিজাম ও পারভেজ, সেনাবাহিনীর একজন লেঃ, তাকে শেষবার ২৯ তারিখে মিরপুর দেখা যায় ৩০ তারিখ থেকে তার কোন খোজ পাওয়া যাচ্ছেনা। তিনি যখন মিরপুরে যান তখন সেখানে অস্র উদ্ধার কার্যক্রম চলমান ছিল এবং যেখানে তিনি অবস্থান নিয়েছিলেন সেখানে বিহারী রাজাকারদের সাথে বাংলাদেশ বাহিনীর রীতিমত যুদ্ধ বেধে যায়। এ সময় বাংলাদেশ বাহিনী ছত্রভঙ্গ হয়ে বিভক্ত হয়ে যায়। জহির রায়হান এ সময় মিরপুর ১১ ও ১২ নম্বরের মাঝের দিকে অগ্রসরমান বাংলাদেশ বাহিনীর সাথে অগ্রসর হচ্ছিলেন। বাংলাদেশ বাহিনীর এ দলটির পুরোটাই নিখোঁজ হয় এদিন এবং সাথে সাথে জহির রায়হানও। পরিবারের অনুরধে সংবাদ মাধ্যম জহির রায়হানের নিখোঁজ সংবাদ প্রকাশ ২ তারিখ পর্যন্ত স্থগিত রাখে। ৩ তারিখে পত্রিকায় প্রকাশ হয় রায়হানের নিখোঁজ সংবাদ।