৩০ জানুয়ারী ১৯৭২ঃ সেন্ট গ্রেগরি স্কুলের শোকসভায় তাজ উদ্দিন ও ডঃ কামাল
অর্থমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ তার প্রাক্তন স্কুল সেন্ট গ্রেগরি স্কুলে শহীদ ৩ জন শিক্ষক এবং ২ জন ছাত্রের স্মরন সভায় এক ভাষণে বলেন দেশের বিপর্যস্ত অর্থনীতিকে পুনর্গঠিত করার কাজে নিজেদের পুনরায় উৎসর্গ করার জন্য মুক্তিযোদ্ধা ছাত্র ও তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন তারা তাদের কংগ্রেস ও জনগনের মতামতকে উপেক্ষা করেছে। তিনি মার্কিন জনগন, গনতন্ত্রমনা নেতৃবৃন্দ ও গণমাধ্যমকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সমর্থনের জন্য শ্রদ্ধা জানান। তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা বানচাল করার জন্য ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর। তিনি বলেন তিনি ১৪ ডিসেম্বর খবর পান গভর্নর হাউজে সরকারী কর্মকর্তাদের সভার নামে ডেকে নিয়ে হত্যার পরিকল্পনা নেয়া হয় বিষয়টি তিনি ভারতীয় বাহিনীকে অবহিত করেন সে মোতাবেক গভর্নর হাউজে বোমাবর্ষণ করা হয়। তাজ উদ্দিন বলেন শহীদদের মর্যাদা দেয়া এবং শহীদ পরিবারের সাহায্যের জন্য একটি পরিকল্পনা নেয়া হচ্ছে। অর্থমন্ত্রী এ স্কুলের তিনজন শিক্ষকের জন্য ৫০০ টাকা করে মঞ্জুরি ঘোষণা করেন। অনুষ্ঠানে আইন মন্ত্রী ডঃ কামাল হোসেনও উপস্থিত ছিলেন। তিনি তার বক্তৃতায় বলেন দেশকে একটি গণমুখী শাসনতন্ত্র উপহার দেয়া হবে।