বাঙলাদেশের সমর্থনে হাজরা পার্কে জনসভা
কলকাতা, ৩০ মে (নিজস্ব) দক্ষিণ কলকাতা বাংলাদেশ সহায়ক সমিতির ডাকে গত ২৮ মে হাজরা পার্কে একটি জনসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইন্দিরা কংগ্রেস নেতা শ্ৰীবিধৃভূষন ঘােষ।
সভায় ময়মনসিংহের অ্যাডভােকেট শ্ৰী ইবনে করিম এবং চুয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ শ্ৰী কুলে হােসেন বাঙলাদেশের জনসাধারণ কিভাবে পর্যায় ক্রমিক সংগ্রামের … দিয়ে সাম্প্রদায়িক ও প্রাদেশিক অন্তধারাকে পরাস্ত করেন তার বিবরণ তুলে ধরেন। তারা বললেন যে বাঙলাদেশের এই সগ্রাম স্বাধীনতা ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্রের সংগ্রাম। বিশ্বের সর্বত্র ও গণতান্ত্রিক মানুষের কাছে এ সংগ্রাম… সমর্থন ও সহায়তা দাবি করতে পারবেন।
কমিউনিস্ট নেতা মহম্মদ ইলিয়াস বলেন যে বাঙলাদেশের সংগ্রামের মধ্য দিয়ে ধর্মভিত্তিক দ্বিজাতিতত্ত্বের মৃত্যু ঘটেছে।
সর্বশ্রী নির্মল বসু (ফ:বঃ) পার্বতী মুখার্জি (এসএসপি), গীতা বসু মল্লিক (পিএসপি) প্রমুখও বক্তৃতা দেন। বাঙলাদেশের বেতার-শিল্পী সর্বশ্রী রফিকুল আলম, অধ্যাপক সুকুমার বিশ্বাস ও গৌরগােপাল হালদার দেশাত্মবােধক সংগীত পরিবেশন করেন।
সূত্র: কালান্তর, ৩০.৫.১৯৭১