You dont have javascript enabled! Please enable it! 1972.01.29 | ২৯ জানুয়ারী ১৯৭২ঃ স্বাধীনতা যুদ্ধে ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি গঠন - সংগ্রামের নোটবুক

২৯ জানুয়ারী ১৯৭২ঃ স্বাধীনতা যুদ্ধে ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি গঠন।

সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কালে পাকিস্তান সেনাবাহিনীর নির্যাতনের ফলে জানমালের ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ কল্পে ১২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান হয়েছে ডিআইজি আব্দুর রহিম। কমিটির অপর সদস্যরা হলেন কুমিল্লার এমসিএ প্রফেসর খোরশেদ আলম, বগুড়ার এমসিএ মাহমুদুল হাসান, যশোর/ নড়াইলের এমসিএ আব্দুল হাফিজ, ন্যাপ এর মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার জালাল উদ্দিন মিয়া, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আলী, সুপারিন্টেনডেন্ট ইঞ্জিনিয়ার টি হোসেন, ডিপিআই মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক মুবারক হোসাইন।
কমিটি ৩০ এপ্রিলের মধ্যে সরকারকে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রদান করবে।