আবুয়াল বাসার
আবুয়াল বাসারের জন্ম পিরােজপুর জেলার কালাখালি গ্রামে। তাঁর বাবার নাম মােজাহারউদ্দিন। তিনি ম্যাট্রিক পাস করে শিক্ষকতায় যােগ দেন। আবুয়াল বাসার কলাখালি ফ্রি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন। ১৯৭১ সালের ২৮ বৈশাখ তারিখে পিরােজপুর চানমারী সংলগ্ন বলেশ্বর নদে পাকিস্তানি সেনাদের গুলিতে পিতার সাথে তিনিও নিহত হন।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ- আলী মো. আবু নাঈম , ফাহিমা কানিজ লাভা