আবুল গাজী ওয়াহিদুজ্জামান
আবুল গাজী ওয়াহিদুজ্জামান ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাওয়ার হাউজের সহকারী প্রকৌশলী। ১৯৭১ সালের মার্চে তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ে ছিলেন। মুক্তিবাহিনীতে যােগ দেওয়ার কারণে ময়মনসিংহের অবাঙালি রাজাকার এবং পাকবাহিনীর লােকেরা তাঁকে মারার জন্য খুঁজতে থাকে। ওই সময় তাঁর স্ত্রী শাহজাদী দুই ছেলেসহ নিজের বাবার বাড়ি কিশােরগঞ্জের পাকুন্দিয়ায় ছিলেন। ২২ এপ্রিল ওয়াহিদুজ্জামান সেখানে যান। তারপর নিজের শালা ও পাকুন্দিয়ার তরুণ-যুবকদের নিয়ে এক বিরাট দল গঠন করেন। এই দল নিয়ে সীমান্তের ওপারে গিয়ে তারা যুদ্ধের প্রশিক্ষণ নেন। দেশে ফিরে এসে ওয়াহিদুজ্জামান এবং তাঁদের বাহিনী পাকুন্দিয়া এলাকায় অনেক অপারেশন পরিচালনা করেন। এর মধ্যে উল্লেখযােগ্য হলাে পাকুন্দিয়া থানা আক্রমণ। জানা যায়, ওই আক্রমণে পাকিস্তানি সেনাবাহিনী এবং রাজাকারদের ২৭৮ জন নিহত হয়। ১৯৭১ সালের ২৭ রােজার দিন আবুল গাজী ওয়াহিদুজ্জামান এবং তাদের দল এক অপারেশন চালাতে গিয়ে আর ফিরে আসেননি। জানা যায়, ওই যুদ্ধে তারা মােট ৯ জন শহীদ হয়েছিলেন। শহীদ আবুল গাজী ওয়াহিদুজ্জামানের স্ত্রীর নাম শাহজাদী বেগম। তাঁদের সংসারে দুই ছেলে ছিল।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ- আলী মো. আবু নাঈম , ফাহিমা কানিজ লাভা