You dont have javascript enabled! Please enable it! আবুল খায়ের - সংগ্রামের নোটবুক
আবুল খায়ের (কুমিল্লা)
আবুল খায়ের কুমিল্লার লাকসামের কামড্যা মজুমদার পাড়া গ্রামে ১৯৪৭ সালের ১৪ আগস্ট জন্ম নেন। তার বাবার নাম মৌলানা মাে. এসমউল্লাহ মাস্টার, মায়ের নাম মাজেদা খাতুন। ভাই-বােনদের মধ্যে সবার বড় ছিলেন খায়ের। আবুল খায়ের লাকসামের পশ্চিমগাঁও হাই স্কুল থেকে ষষ্ঠ শ্রেণিতে প্রথম হয়ে লাকসাম স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে কৃতিত্বের সাথে ম্যাট্রিক পাস করেন। এরপর তিনি লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ থেকে আই. এ. এবং বি. এ. পাস করেন।
 আবুল খায়ের লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে সাধারণ সম্পাদক।
(জি. এস.) পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভােটে নির্বাচিত হন। তিনি ছিলেন একজন সাহিত্যিক, সাংবাদিক, নাট্যকার ও সাংস্কৃতিক কর্মী। তাঁর সম্পাদিত পত্রিকার নাম ছিল ‘ডাকাতিয়া’। তিনি ছিলেন দৈনিক পয়গাম’, ‘সাপ্তাহিক আমােদ ও দৈনিক আজাদ’ পত্রিকার লাকসাম প্রতিনিধি। তিনি কলেজের সাংস্কৃতিক সপ্তাহে গল্প লেখা প্রতিযােগিতায় দ্বিতীয় পুরস্কার পেয়েছিলেন। তার লেখা ‘মাসিক মঞ্জরী’, ‘ময়নামতি’, দৈনিক আজাদ’, ‘পূর্বদেশ’ ইত্যাদি পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। আবুল খায়ের নাটক রচনা এবং অভিনয় করতেন। তিনি লাকসাম মিতালী সংঘ” এবং নিজের এলাকার স্টুডেন্ট ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন।  মুক্তিযুদ্ধ শুরু হলে আবুল খায়ের ভারতে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে আসেন। ১৬ জুলাই লাকসাম বাজারে পাকিস্তানি আর রাজাকারদের ঘাঁটি হিসাবে পরিচিত সামনের পুলে গ্রেনেড হামলা চালান খায়ের। তখন রাজাকার বাহিনী আবুল খায়েরের ওপর পাল্টা হামলা চালায়। হামলায় তিনি গুলিবিদ্ধ হন। রাজাকার বাহিনী আহত আবুল খায়েরকে ধরে লাকসাম শান্তি কমিটির চেয়ারম্যান শহীদ মিয়ার কাছে নিয়ে যায়। শহীদ মিয়া আবুল খায়েরকে পাকিস্তানিদের হাতে তুলে দেয়। জানা যায়, পাকিস্তানিরা আবুল খায়েরকে পাশের সিগারেট ফ্যাক্টরিতে নিয়ে নির্মমভাবে হত্যা করে। তার লাশ খুঁজে পাওয়া যায়নি।  শহীদ আবুল খায়েরের স্মৃতি রক্ষার লক্ষ্যে তার নিজ গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে কামড্যা শহীদ মুক্তিযােদ্ধা আবুল খায়ের উচ্চ বিদ্যালয়। এছাড়া রয়েছে ‘শহীদ মুক্তিযােদ্ধা আবুল খায়ের সড়ক’, ‘শহীদ মুক্তিযােদ্ধা আবুল খায়ের স্মৃতি পাঠাগার’।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ-  আলী মো. আবু নাঈম , ফাহিমা কানিজ লাভা