আবুল কাশেম
আবুল কাশেমের জন্ম ১৯২৬ সালে, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চর ভেলামারীতে। তিনি বি. এসসি, ইঞ্জিনিয়ার ছিলেন। আবুল কাশেম ১৯৭১ সালের ৭ অক্টোবর পাকবাহিনীর হাতে ঢাকায় নিহত হন। তার সম্পর্কে অন্য কোনাে তথ্য পাওয়া যায়নি।
আবুল কাশেম মিঞা
আবুল কাশেম মিঞার জন্ম লালমনিরহাট জেলার সদর উপজেলার বড়বাড়ী গ্রামে। তার বাবার নাম নেহালউদ্দিন। আবুল কাশেম মিঞা ছিলেন সে সময়ের লালমনিরহাট অঞ্চলের প্রথম স্নাতক পাস ব্যক্তি। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পাঙ্গা রাণী লক্ষ্মীপ্রিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সমাজসেবামূলক নানা কাজেও আবুল কাশেম জড়িত ছিলেন। তিনি বড়বাড়ী ইউনিয়ন বাের্ডের প্রেসিডেন্ট, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং থানা কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। ১৯৭১ সালের ৯ নভেম্বর পাকবাহিনীর সরফরাজ নামের একজন ক্যাপ্টেন ও রাজাকার কমান্ডার মঞ্জুর বড়বাড়ী থেকে আবুল কাশেম মিঞাকে ধরে নিয়ে যায়। পরে তাকে স্টেনগানের গুলিতে হত্যা করা হয়। আবুল কাশেম মিঞা স্ত্রী, ছয় ছেলে ও পাঁচ মেয়ে রেখে গিয়েছিলেন। তাঁর। স্মৃতিতে বড়বাড়ীতে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ- আলী মো. আবু নাঈম , ফাহিমা কানিজ লাভা