You dont have javascript enabled! Please enable it! আবুল কালাম মােহাম্মদ শামসুদ্দীন - সংগ্রামের নোটবুক
আবুল কালাম মােহাম্মদ শামসুদ্দীন
আবুল কালাম মােহাম্মদ শামসুদ্দীনের জন্ম ১৯২৮ সালের ৯ জানুয়ারি, বগুড়ায়। তার বাবার নাম আবুল খায়ের মােহাম্মদ সুলায়মান। শামসুদ্দীন ছিলেন পরিবারের বড় সন্তান। কর্মস্থলে এবং বন্ধুদের কাছে তিনি শ্যামাভাই’ নামে পরিচিত ছিলেন। |শামসুদ্দীন ১৯৪৭ সালে আই. এসসি. পাস করে কলকাতার শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার কারণে তিনি কলকাতা ছেড়ে ঢাকায় আসেন এবং ঢাকার আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। ১৯৫১ সালে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান পেয়ে বি, এসসি, ডিগ্রি লাভ করেন। পরে তিনি ইংল্যান্ড ও আমেরিকায় প্রশিক্ষণ নিয়েছেন।  ১৯৫১ সালের শেষ দিকে তিনি রাঙামাটিতে কর্ণফুলী পানি বিদ্যুৎ প্রকল্পে নিয়ােগ পান। এই প্রকল্পের নির্মাণ ও উন্নয়নের জন্য তিনি আমৃত্যু পরিশ্রম করে গেছেন। পাকিস্তানি হানাদার বাহিনী যে কোনাে মুহূর্তে আক্রমণ করতে পারে, এই আশঙ্কায় রাঙ্গামাটির জেলা প্রশাসক তাকে ভারতে চলে যাওয়ার অনুরােধ করেন। কিন্তু তা সত্ত্বেও তিনি কর্মস্থল ছেড়ে যাননি। ১৫ এপ্রিল ১৯৭১ বিকাল সাড়ে ৩টায় কাপ্তাই বাঁধের উপর দাঁড় করিয়ে শামসুদ্দীনকে গুলি করে হত্যা করা হয় ।  শহীদ আবুল কালাম মােহাম্মদ শামসুদ্দীনের স্ত্রীর নাম মাহবুবা বেগম। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে ছিল।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ-  আলী মো. আবু নাঈম , ফাহিমা কানিজ লাভা