You dont have javascript enabled! Please enable it! আবদুল জব্বার - সংগ্রামের নোটবুক
আবদুল জব্বার (খুলনা)
আবদুল জব্বারের জন্ম খুলনার ডুমুরিয়ার টোলনা গ্রামে। পেশায় তিনি ছিলেন আইনজীবী। আবদুল জব্বার ১৯৩১ সালে যশাের জেলা স্কুল থেকে ম্যাট্রিক, দৌলতপুর কলেজ থেকে আই. এ, এবং ১৯৩৬ সালে একই কলেজ থেকে বি. এ. পাস করেন। এরপর ১৯৪০ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ল’ পাস করেন। জানা যায়, আবদুল জব্বার ১৯৭১ সালের ২৩ জুন তারিখে খুলনায় নিহত হন।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ-  আলী মো. আবু নাঈম , ফাহিমা কানিজ লাভা