You dont have javascript enabled! Please enable it! আবদুল গণি - সংগ্রামের নোটবুক
আবদুল গণি
১৯১৩ সালে পাবনায় আবদুল গণির জন্ম। তার বাবার নাম মেহেরউল্লা মােল্লা। আবদুল গণির শিক্ষাগত যােগ্যতা বি. এ.। তিনি সাবেক পূর্ব পাকিস্তান রেলওয়েতে স্টেশন মাস্টার হিসাবে কর্মরত ছিলেন। দেশ স্বাধীন হওয়ার দুইদিন পর অর্থাৎ ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর আবদুল গণি নিখোঁজ হন। শহীদ হওয়ার সময় তিনি স্ত্রী, তিন মেয়ে ও তিন ছেলে রেখে যান।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ-  আলী মো. আবু নাঈম , ফাহিমা কানিজ লাভা