আবদুছ ছােবহান
১৯২৭ সালে সিরাজগঞ্জের নিশ্চিতপুর গ্রামে আবদুছ ছছাবহানের জন্ম। তাঁর বাবার নাম কছিমউদ্দিন আকন্দ। আবদুছ ছছাবহানের শিক্ষাগত যােগ্যতা আই, এসসি, পর্যন্ত। তিনি সিরাজগঞ্জের তৎকালীন মহকুমা প্রশাসক অফিসে সহকারী ছিলেন। ১৯৭১ সালের ২৭ এপ্রিল বাহিরগােলা বাসা থেকে পাকবাহিনী তাকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে। শহীদ হওয়ার সময় আবদুছ ছছাবহান স্ত্রী, সাত ছেলে ও দুই মেয়ে রেখে যান।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ- আলী মো. আবু নাঈম , ফাহিমা কানিজ লাভা