You dont have javascript enabled! Please enable it! ২৮ জানুয়ারী ১৯৭২ঃ বিপ্লবী ছাত্র ইউনিয়ন অস্র সমর্পণের আহ্বান জানিয়েছেন - সংগ্রামের নোটবুক

২৮ জানুয়ারী ১৯৭২ঃ বিপ্লবী ছাত্র ইউনিয়ন অস্র সমর্পণের আহ্বান জানিয়েছেন।

বিপ্লবী ছাত্র ইউনিয়ন সভাপতি হায়দার আনোয়ার খান জুনো সাধারন সম্পাদক আতিকুর রহমান খান সালু এক বিবৃতিতে বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহনকারী বিভিন্ন সংগঠন বাহিনী ও সৈনিকদের নির্দিষ্ট কতৃপক্ষের নিকট অস্র জমা দেয়ার আহবান জানিয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে অনেকেই এই ডাকে সারা দিয়ে অস্র সমর্পণ করছে। আমরা মনে করি অসংগঠিত অবস্থায় আগ্নেয়াস্র বিভিন্ন ধরনের লোকের হাতে ছড়িয়ে থাকার পরিনতি খুব মারাত্মক। সুসংগঠিত না হলে এবং রাজনৈতিক শিক্ষার অভাব থাকলে এর দ্বারা অরাজকতা, হত্যাকাণ্ড ইত্যাদি ব্যাপক ভাবে আরম্ভ হতে পারে। এ জন্যই আমরা অস্র সমর্পণের সিদ্ধান্ত এবং মিলিশিয়া গঠনকে সমর্থন করি। আমাদের সংগঠনের কেউ একক ভাবে, মুক্তি বাহিনীর সদস্য হয়ে বীরত্ব এর সাথে যুদ্ধ করেছেন এবং অস্র গ্রহন করেছেন তাদের প্রতি আহবান জানাই তারা যেন সরকারের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের পূর্বে সরকার নির্ধারিত স্থানে অস্র সমর্পণ করেন।