অমূল্য চন্দ্র চক্রবর্তী
ডা. অমূল্য চন্দ্র চক্রবর্তীর বাড়ি চট্টগ্রাম জেলার বােয়ালখালী উপজেলায়। মুক্তিযুদ্ধের সময় তিনি কিশােরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসক হিসাবে কাজ করছিলেন। ডা. অমূল্য হাসপাতাল কোয়ার্টারে সপরিবারে বাস করতেন। তিনি সাত ছেলে ও পাঁচ মেয়ের বাবা ছিলেন। ১৯৭১ সালের জুন মাসের কোনাে এক রাতে একদল পাকসেনা তার সরকারি। বাসভবনে হানা দেয়। ঘাতক দল ডা, অমূল্য চন্দ্র চক্রবর্তীর সাথে তার তিন ছেলে। শ্যামল চক্রবর্তী, মৃদুল চক্রবর্তী ও বকুল চক্রবর্তীকে ধরে নিয়ে যায়। পরে কিশােরগঞ্জ ভৈরব রেলপথের ধুলদিয়া রেলসেতুতে আরও অনেক বন্দির সাথে দুই ছেলেসহ তাঁকেও গুলি করে হত্যা করে। তিন ছেলের মধ্যে বয়সে ছােট বলে বকুল চক্রবর্তীকে ঘাতকরা ছেড়ে দেয়। মুক্তিযুদ্ধে দুই ছেলেসহ শহীদ হন ডা. অমূল্য চন্দ্র চক্রবর্তী।