অমলকৃষ্ণ সােম
অমলকৃষ্ণ সােমের জন্ম নড়াইল জেলায়। মঞ্চাভিনেতা হিসাবে ১৯৬০ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বৃহত্তর যশাের এবং সাবেক পূর্ব পাকিস্তানে তিনি বিশেষ সুনাম অর্জন। করেছিলেন। তার অভিনীত নাটক ও যাত্রার সংখ্যা ১০০টির মতাে। অমল প্রধানত খল চরিত্রে অভিনয় করতেন। তবে কেন্দ্রীয় চরিত্র বা টাইপ চরিত্রেও পারদর্শী ছিলেন। ১৯৭১ সালের ২৬ মার্চ যশােরে তার বাসভবন থেকে পাকিস্তানি সেনাবাহিনী তাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে হত্যা করে।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ- আলী মো. আবু নাঈম , ফাহিমা কানিজ লাভা