You dont have javascript enabled! Please enable it!  ২৬ জানুয়ারী ১৯৭২ঃ ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন - সংগ্রামের নোটবুক

 ২৬ জানুয়ারী ১৯৭২ঃ ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন

ভারতের প্রজাতন্ত্র দিবসে শেখ মুজিব এর পরিবর্তে বাংলাদেশের অর্থমন্ত্রী তাজউদ্দীন অনুষ্ঠানের অতিথি হন। বাংলাদেশ প্রতিনিধি দলে অবশ্য ১৭ জন সদস্য। ভারতের সেনাবাহিনী নিরাপত্তার কারন দেখিয়ে এবারের অনুষ্ঠানের কুচকাওয়াজ বাতিল করার আহবান জানিয়েছিল। কিন্তু ইন্দিরা গান্ধী অনুষ্ঠানের সকল পর্বই সম্পন্ন করিয়েছিলেন। এদিন তিনি ৭১ যুদ্ধে শহীদানের জন্য অমর জওয়ান জ্যোতি উদ্বোধন করেন। পরে তিনি রাষ্ট্রপতি ভিভি গিরির কাছ থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে ডিসেম্বর মাসে ঘোষিত ভারত রত্ন সন্মাননা গ্রহন করেন।
নোটঃ অমর জওয়ান জ্যোতি একটি কালো মার্বেলের স্মৃতিসৌধ, যার উপর ‘অমর জওয়ান’ শব্দগুলি হিন্দি ভাষায় লেখা রয়েছে। এটির উপরে একটি উল্টানো রাইফেল দাঁড় করানো আছে এবং এটি একটি সৈনিকের শিরস্ত্রাণ দ্বারা অধিষ্টিত করা আছে। তার চারটি কোণে চারটি মশাল ক্রমাগত জ্বলে চলেছে। এই স্মারকটি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর, যুদ্ধে আত্মবলিদানকারী ভারতীয় সৈন্যদের স্মরণে নির্মিত হয়েছিল।