২৬ জানুয়ারী ১৯৭২ঃ পুনর্বাসন ও পুনর্গঠন
সরকারী বেবস্থাপনায় ১ জানুয়ারী থেকে শরণার্থী পুনর্বাসন শুরু হয়ে মার্চ নাগাদ শেষ হওয়ার কথা থাকলেও ২৫ জানুয়ারী পর্যন্ত ৬৬ লাখের উপর শরণার্থী বাংলাদেশে চলে এসেছে যার বেশীরভাগই নিজ উদ্যোগে ফিরেছে। এভাবে ফিরে আসায় সরকার তাদের পুনর্বাসনে হিমশিম খাচ্ছে। এদের গ্রহন করার জন্য সারা দেশে ২৬০ টি ট্রানজিট ক্যাম্প স্থাপন করা হলেও অনেকেই ট্রানজিট ক্যাম্প এড়িয়ে চলে এসেছেন। ঢাকা জেলায় ৩২ টি ট্রানজিট ক্যাম্প স্থাপন করা হয়। ঢাকায় কাগজ কলমে ফিরেছে ৩৭০০০ শরণার্থী। এরা ট্রানজিট ক্যাম্পে খাবার, বস্র ও অর্থ পাচ্ছে। একটি ব্রিটিশ টেলিভিশন নেটওয়ার্ক ঢাকার অদুরে একটি বিধ্বস্ত গ্রামে শরণার্থীদের নতুন করে জীবন শুরু করার প্রস্তুতির চিত্র ধারন করেন।