You dont have javascript enabled! Please enable it! 1971.12.04 | শরণার্থীদের জন্য ২ কোটি ২১ লক্ষ টাকার বাড়তি কর- পশ্চিম বাংলার সংসদীয় কমিটিতে অনুমােদন | কালান্তর - সংগ্রামের নোটবুক

শরণার্থীদের জন্য ২ কোটি ২১ লক্ষ টাকার বাড়তি কর
পশ্চিম বাংলার সংসদীয় কমিটিতে অনুমােদন

নয়াদিল্লী, ৩ ডিসেম্বর পশ্চিম বাঙলার সংসদীয় উপদেষ্টা কমিটি বাঙলাদেশ শরণার্থীদের জন্য ২ কোটি ২১ লক্ষ টাকার অতিরিক্ত কর আদায়ের প্রস্তাব মঞ্জুর করলেও যাত্রীদের তাড়ার ওপর অতিরিক্ত কর বসানাের প্রস্তাবটি নাকচ করেছে।
উপদেষ্টা কমিটির অনুমােদন ক্রমে রাষ্ট্রপতি এখন বিশেষ আইন বলে, প্রমােদ টিকেট থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা, সেলট্যাক্স থেকে ৮০ লক্ষ টাকা। মােটর ভেয়িকলস থেকে ১০ লক্ষ টাকা, স্ট্যাম্প শুল্ক থেকে ২ লক্ষ ৫০ হাজার এবং লটারি থেকে ৪ লক্ষ টাকার অতিরিক্ত কর শরণার্থী রিলিফের জন্য আদায় করবেন।
বাজী ধরার জন্য বর্তমানে শতকরা ১৭.৫ ভাগ এর পরিবর্তে শতকরা ১৮ ভাগ হিসেবে আদায় হবে।
কমিটির কাছে কমিউনিস্ট নেতা ভূপেশ গুপ্ত এবং রণেন সেন সি, পি, এমের জ্যোতিময় বসু শাসক কংগ্রেস সদস্য কৃষ্ণকান্ত।

সূত্র: কালান্তর, ৪.১২.১৯৭১