You dont have javascript enabled! Please enable it! 1949.06.26 | ছাত্রনেতা মুজিবুর রহমান ও বাহাউদ্দিনের মুক্তি | গোয়েন্দা নথিতে বঙ্গবন্ধু 1948-1949 - সংগ্রামের নোটবুক

ছাত্রনেতা মুজিবুর রহমান ও বাহাউদ্দিনের মুক্তি

৩০ জুন ১৯৪৯ তারিখের গোয়েন্দা রিপোর্টে জানা যায়, ২৬ জুন ১৯৪৯ তারিখে ছাত্রনেতা মুজিবুর রহমান ও বাহাউদ্দিনে মুক্তি পেয়েছেন যে সংবাদটি ইত্তেহাদ পত্রিকায় ২৭ জুন ১৯৪৯ তারিখে প্রকাশিত হয়। পত্রিকার একটি কপি সংযুক্ত আছে। [1, pp. 208–209] মুক্তির পর একটি শোভাযাত্রার মাধ্যমে তাদের শাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সংবর্ধনা দেয়া হয়। উল্লেখ করা হয় যে, মুজিবুর রহমানের মুক্তির জন্য ২০ জুন ১৯৪৯ তারিখ ঢাকা হাই কোর্টে হেবিয়াস কর্পাসের দরখাস্ত করা হয়। [1, p. 210]

References:
[1] S. Hasina, Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Vol I 1948-1950. Hakkany Publisher’s, 2018.
[2] গোয়েন্দা নথিতে বঙ্গবন্ধু 1948-1949, সংগ্রামের নোটবুক
Translated by Dr Razibul Bari