You dont have javascript enabled! Please enable it! 1949.04.18 | ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭ জন ছাত্রের বিরুদ্ধে শাস্তি বাতিলের দাবীতে বিক্ষোভে শেখ মুজিব | গোয়েন্দা নথিতে বঙ্গবন্ধু 1948-1949 - সংগ্রামের নোটবুক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭ জন ছাত্রের বিরুদ্ধে শাস্তি বাতিলের দাবীতে বিক্ষোভে শেখ মুজিব

১৮ এপ্রিল ১৯৪৯ তারিখের গোয়েন্দা রিপোর্টে জানা যায়, ১৭ এপ্রিল ১৯৪৯ তারিখে সকাল ১০টার দিকে শেখ মুজিবুর রহমান, আব্দুর রহমান চৌধুরী, বাহাউদ্দিন চৌধুরী, আব্দুল ওয়াদুদ, নাদিরা বেগম এবং আজিজ আহমেদ (সাবেক ছাত্র ঢাবি) এর নেতৃত্বে ছাত্রদের একটি গ্রুপ বিশ্ববিদ্যালয় গেটের সামনে ছাত্রদের বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞা তুলে নেবার দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে। তারা গেট বন্ধ করে দেয় এবং ছাত্র ও শিক্ষকদের ক্লাসে প্রবেশ না করতে অনুরোধ করে। এসময় শাহ আজিজুর রহমান, দলিলুদ্দিন ও আরও কিছু ছাত্র (এরা সকলেই পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের) হরতালের বিরুদ্ধে অবস্থান নেয় এবং ক্লাসে প্রবেশ করতে চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা বাকবিতণ্ডা চলে এবং কেউই ক্লাসে প্রবেশ করতে পারেনি।

দুপুর ১২ টার দিকে ঢাকা কলেজ ও জগন্নাথ কলেজের কিছু ছাত্র ঢাকা মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের আরও কিছু ছাত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে যোগ দেয়। তারা ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র শামশুল আলমের সভাপতিত্বে মিটিং করে। শেখ মুজিবুর রহমান, বাহাউদ্দিন চৌধুরী, আব্দুল ওয়াদুদ এবং নাদিরা বেগম বক্তব্য দেন। তারা সিদ্ধান্ত নেন ২৭ জন ছাত্রের বিরুদ্ধে নেয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। প্রায় ৫০০ ছাত্র এখানে উপস্থিত ছিলো।[1, p. 122]

References:
[1] S. Hasina, Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Vol I 1948-1950. Hakkany Publisher’s, 2018.
[2] গোয়েন্দা নথিতে বঙ্গবন্ধু 1948-1949, সংগ্রামের নোটবুক
Translated by Dr Razibul Bari