You dont have javascript enabled! Please enable it! 1972.01.24 | ২৪ জানুয়ারী ১৯৭২ঃ ইন্দিরা গান্ধী - সংগ্রামের নোটবুক

২৪ জানুয়ারী ১৯৭২ঃ ইন্দিরা গান্ধী

দিল্লীতে সোশালিস্ট ইন্ডিয়া সাময়িকী এর সাধারণতন্ত্র দিবস সংখ্যায় প্রকাশের জন্য দেয়া এক বানীতে ইন্দিরা গান্ধী বলেছেন বাংলাদেশের অভ্যুদয় এশিয়ার সর্বশ্রেষ্ঠ ঘটনা। বাংলাদেশ স্বাধীনতা সমতা ও ধর্মীয় সহিষ্ণুতার প্রেরনাদায়ক আদর্শের জন্য লক্ষ লক্ষ লোকের সংগ্রাম কষ্ট স্বীকার ও আত্মত্যাগের ফল। তিনি আরও বলেন শেখ মুজিবুর রহমান এই নবীন প্রজাতন্ত্রের যে লক্ষ্য নির্ধারণ করেছেন তাহা আমাদের লক্ষেরই অনুরূপ। আমাদের দুই দেশের অনুরূপ এই আদর্শ আমাদের স্থায়ী বন্ধুত্তে আবদ্ধ করেছে। বাংলাদেশের অভ্যুদয় জোট নিরপেক্ষ তার ভিত্তিকে অবশ্যই জোরদার করেছে। রায় বেরিলিতে অপর এক জনসভায় ইন্দিরা গান্ধী বলেছেন পাকিস্তান বরতমান পরিস্থিতির বাস্তবতা মেনে নিলে ভারত পাকিস্তানের সাথে স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলবে। তিনি বলেন তিনি সংবাদ পত্রের মাধ্যমে জানিতে পেরেছেন যে ভূট্টো ভারতের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী। পাকিস্তান বন্ধুত্তের জন্য আগ্রহি হলে আমরাও প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন পাকিস্তানী নেতৃবৃন্দ বন্ধুত্তের ব্যাপারে ভারতীয় মনোভাব বুঝতে পারবেন। তিনি বলেন উভয় দেশের বন্ধুত্ব ধীর গতিতে হবে।