You dont have javascript enabled! Please enable it! 1971.04.17 | আখিরা ( দিনাজপুরের ফুলবাড়ি ) গণহত্যা দিবস - সংগ্রামের নোটবুক

১৭ এপ্রিল ১৯৭১ আখিরা ( দিনাজপুরের ফুলবাড়ি ) গণহত্যা দিবস।

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বারাইহাট এলাকার আখিরা গণহত্যা দিবস। আজকের এই দিনে ফুলবাড়ি উপজেলার উত্তরের এলাকার আফতাবগঞ্জ, বিরামপুর, শেরপুর, (বর্তমান কয়লা বিদ্যুৎ কেন্দ্রের উত্তরাংশ) ভবানীপুর পার্বতীপুরের ক্যান্টনমেন্ট সংলগ্ন খোলাহাটি ও রংপুরের বদরগঞ্জ এলাকার অর্ধশত হিন্দু পরিবারের দেড় শতাধিক নারী-পুরুষ, শিশু ও কিশোর-কিশোরীকে ফুলবাড়ি সীমান্ত দিয়ে নিরাপদে ভারতে পৌঁছে দেয়ার কথা বলে ফুলবাড়িতে নিয়ে আসে পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার (বর্তমান ফুলবাড়ি) রামভদ্রপুর গ্রামের কুখ্যাত রাজাকার কেনান সরকার। কিন্তু কেনান সরকার ওই পরিবারগুলোকে ভারতে পৌঁছে না দিয়ে তুলে দেয় ফুলবাড়িতে অবস্থানরত খানসেনাদের হাতে। এর পরিবর্তে কেনান সরকার হাতিয়ে নেয় পরিবার গুলোর সাথে থাকা বিপূল অংকের নগদ অর্থসহ স্বর্ণালংকার। খান সেনারা আটক পরিবারের নারী-পুরুষ, শিশু ও কিশোর-কিশোরীদের ধরে নিয়ে আসে আঁখিরা পুকুর পাড়ে। সকাল ১১টায় সকলকে পুকুর পাড়ে লাইন ধরে দাড়িয়ে রেখে স্টেনগানের ব্রাশ ফায়ারে গুলি করে পাখির মতো হত্যা করে। এ সময় দু’একজন শিশু-কিশোর প্রাণে বেঁচে গেলেও পরে তাদেরকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। অবশ্য দেশ স্বাধীনের পর এলাকার মুক্তিযোদ্ধারা ঘাতক রাজাকার কেনান সরকারকে ধরে এনে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করে।