উত্তরপ্রদেশে ছাত্ররা স্কুল কলেজ ভবনে, সরকারী অফিসে বাঙলাদেশের পতাকা ওড়াবে
এলাহাবাদ, ১৯ এপ্রিল (ইউএনআই) বাঙলাদেশ সরকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য উত্তর প্রদেশ ছাত্র সংগ্রাম কমিটি রাজ্যের সমস্ত ইউনিয়ন ভবনে, সরকারী অফিসে ও শিক্ষা প্রতিষ্ঠানে একদিন বাঙলাদেশের পতাকা উত্তোলনের সিদ্ধান্ত করেছেন।
আজ একটি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সভায় লক্ষৌ বিশ্ববিদালয়ের ছাত্র ইউনিয়ন সভাপতি শ্রীবৈইত সিং এবং ইউনিয়নের প্রাক্তন সভাপতি শ্রী ডি মজুমদার সহ সংগ্রাম কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সভাপতিতে শ্রী অশােক সারস্বত এই সভায় সভাপতিত্ব করেন।
শ্রীসারস্বত বলেন যে কেন্দ্রীয় সরকারকে ছাত্রদের মনােভাব জানাবার জন্য বাঙলাদেশের মানুষের প্রতি সংহতি প্রকাশের জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সভায় গৃহীত এক প্রস্তাবে অবিলম্বে বাঙলাদেশ সরকারকে স্বীকৃতি ও সর্বপ্রকার সাহায্য দানের জন্য ভারত সরকারের কাছে দাবি জানানাে হয়েছে।
সূত্র: কালান্তর, ২০.৪.১৯৭১