২৩ জানুয়ারী ১৯৭২ঃ ওয়েস্ট এন্ড হাই স্কুলে আব্দুস সামাদ আজাদ
ওয়েস্ট এন্ড হাই স্কুলের সাবেক শিক্ষক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ বলেছেন অন্য দেশের প্রতি হস্তক্ষেপ না করার নামে যে সকল দেশ পাকিস্তানকে অস্র সরবরাহ করেছে তারা মুক্তিযুদ্ধ কালে বাংলাদেশে সামরিক জান্তার গণহত্যাকে সমর্থন ও সহযোগিতা করেছে। তিনি বলেন এখনও পর্যন্ত আমাদের স্বীকৃতি দিক আর না দিক সকল দেশের প্রতি আমরা বন্ধুত্ব প্রদর্শন করে যাব। এ স্কুলের আরেক শিক্ষক আব্দুল হক এমসিএ সভায় বক্তব্য দেন। যুগোস্লভিয়া বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। যুগোস্লভিয়ার ফেডারেল এক্সিকিউটিভ কাউন্সিল এ ঘোষণা করে। দেশটির প্রেসিডেন্ট পৃথক ভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টোর এর কাছে পত্র প্রেরন করেছেন।