You dont have javascript enabled! Please enable it!

২৩ জানুয়ারী ১৯৭২ অর্থমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী তাজ উদ্দিন আহমেদ লালবাগে লালবাগ ইউনিয়ন আওয়ামী লীগের ১৪ নং ইউনিট অফিস উদ্বোধন কালে বলেন সরকার মানুষের কল্যাণের জন্য অর্থ ব্যয় করবে যুদ্ধের জন্য নহে। স্বাধীনতার পর দেশ পুনর্গঠনের গুরুত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন দেশের তরুন সমাজকে স্বাধীনতার ফলাফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন তরুন সমাজ যুদ্ধ ক্ষেত্রের চেয়ে অধিক বীরত্ব নিয়ে জাতি গঠনের কাজে এগিয়ে আসবেন। তিনি চীন ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন আমরা বহু জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অর্জন করেছি। কেউ আমাদেরকে গম আর আর্থিক সাহায্য দিয়ে বিভ্রান্ত করতে পারবে না। বাংলাদেশে ইয়াহিয়া চক্রের নির্যাতনের প্রশ্ন উত্থাপন করে তাজ উদ্দিন বলেন ইয়াহিয়া যেভাবে মাতৃ জাতিকে লাঞ্ছিত করেছে হিটলার লাখ লাখ ইহুদীকে হত্যার পর ও কোন মাতৃ জাতিকে লাঞ্ছিত করেনি। তিনি বলেন দালালদের খুজে বের করা হবে। তাদের রেহাই দেয়া হবে না। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং মুক্তিবাহিনীর প্রতি অভিনন্দন জানান। অনুষ্ঠানে পূর্ত মন্ত্রী মতিউর রহমান, শহর আওয়ামী লীগ সাধারন সম্পাদক গাজী গোলাম মোস্তফা, ছাত্রলীগ নেতা নুরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন।