২৩ জানুয়ারী ১৯৭২ঃ শরণার্থী প্রত্যাবর্তন – গোয়ালন্দের চিত্র
ভারত থেকে বাংলাদেশে শরণার্থী প্রত্যাবর্তনের পরিস্থিতি দেখতে বিদেশী গণমাধ্যম গুলি আজ গোয়ালন্দ ঘাটে যায়। তারা সেখানে শরণার্থীদের অবস্থা দেখেন এবং চিত্র ধারন করেন। এদিক দিয়ে যে সকল শরণার্থী আসছেন তাদের বেশীরভাগ ঢাকা এবং টাঙ্গাইলের বাসিন্দা। অনেকের পরিবার চাকুরিজনিত কারনে ঢাকায় বসবাস করত। দর্শনা থেকে ট্রেনে শরণার্থীরা পোড়াদহ এসে ট্রেন বদলিয়ে গোয়ালন্দ ঘাটে আসছেন।