২০ জানুয়ারী ১৯৭২ঃ ছাত্রলীগের পুনর্গঠন দিবস পালন
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত ভবন মেরামতের মাধ্যমে পুনর্গঠন দিবস পালন করে। ছাত্রলীগের সভাপতি নুরে আলম সিদ্দিকি, সাধারন সম্পাদক শাহজাহান সিরাজ, ডাকসু ভিপি আসম আব্দুর রব, ডাকসু জিএস আব্দুল কুদ্দুস মাখন রাজ মিস্ত্রি হিসাবে কিছুক্ষন কাজ করে দিবস উদযাপন করেন। এ উপলক্ষে এক ছাত্র সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ মোজাফফর আহমেদ চৌধুরী বক্তব্য দেন। তিনি বলেন বৈদেশিক সাহায্য পর্যাপ্ত না হলে আমাদের সীমিত সম্পদ নিয়েই দেশ পুনর্গঠন কাজে আত্ম নিয়োগ করতে হবে।